March 18, 2025 - 5:51 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারইন্টারন্যাশনাল লিজিংয়ের শেষ ৪ বছর কেমন গেলো– পর্ব ৩

ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেষ ৪ বছর কেমন গেলো– পর্ব ৩

spot_img

মাহিদুল ইসলাম: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা অন্যান্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি হারে বেতন নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, কোম্পানির এমডির বেতন অস্বাভাবিক হারে বাড়লেও সেই তুলনায় কোম্পানির মুনাফা বাড়েনি দেয়নি ডিভিডেন্ট।

বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে লিজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) প্রতিমাসে যে পরিমাণ আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন এবং নিচ্ছেন তা কতটুকু যুক্তিযুক্ত এবং কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি, ডিভিডেন্ট ঘোষণা এবং খেলাপি ঋণ আদায়ে সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়েছে এই রিপোর্টে।

দ্বিতীয় পর্ব প্রকাশের পর, তৃতীয় পর্যায়ে আজ তুলে ধরা হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ২০২০-২০২৩ সাল পর্যন্ত।

২০২০ সালে কোম্পানিটির এমডি মো: মশিউর রহমান পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা নিয়ে সর্বমোট নিয়েছেন ২২ লাখ ৯৮ হাজার টাকা। ঐ সময় কোম্পানিটির নিট ক্ষতি কমে দাড়ায় ৬৯৪ কোটি ২২ লাখ টাকা। ২০১৯ সালে যা ছিল ২৮০৩ কোটি টাকা। ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছিল ৩১.৩০ টাকা যা আগের বছর লোকশান হয়েছিল ১২৬.৩৬ টাকা। ঐ বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য হয়েছিল মাইনাস ১৪৪.৯৩ টাকা যা আগের বছর হয়েছিল মাইনাস ১৩৩.৬৩ টাকা।

২০২১ সালে কোম্পানিটির এমডি মো: মশিউর রহমান পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা নিয়ে সর্বমোট নিয়েছেন ২৪ লাখ ৬৩ হাজার টাকা। একই সময়ে কোম্পানিটির নিট ক্ষতি কমে আসে ২০৫ কোটি ৪৩ লাখ টাকায়। আগের বছর যেখানে লোকশান হয়েছিল ৬৯৪ কোটি টাকা। ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছিল ৯.২৬ টাকা যা আগের বছর লোকশান হয়েছিল ৩১.৩০ টাকা। ঐ বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য হয়েছিল মাইনাস ১৫৪.১৯ টাকা যা আগের বছর হয়েছিল মাইনাস ১৪৪.৯৩ টাকা।

২০২২ সালে কোম্পানিটির এমডি মো: মশিউর রহমান পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা নিয়ে সর্বমোট নিয়েছেন ৩৯ লাখ ৬০ হাজার টাকা। উক্ত বছর কোম্পানিটির নিট ক্ষতি কমে দাড়ায় ১৭৮ কোটি ৫১ লাখ টাকা যা আগের বছর ছিল ২০৫ কোটি টাকা। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছিল ৮.০৫ টাকা যা আগের বছর লোকশান হয়েছিল ৯.২৬ টাকা। ঐ বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য হয়েছিল মাইনাস ১৬২.২৪ টাকা যা আগের বছর হয়েছিল মাইনাস ১৫৪.১৯ টাকা।

২০২৩ সালে কোম্পানিটির এমডি মো: মশিউর রহমান পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা নিয়ে সর্বমোট নিয়েছেন ৪৩ লাখ ৫৬ হাজার টাকা। ঐ সময় কোম্পানিটির নিট ক্ষতি হয়েছিল ২৪৫ কোটি ৪৫ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকশান হয়েছিল ১১.০৭ টাকা যা আগের বছর লোকশান হয়েছিল ৮.০৫ টাকা। ঐ বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য হয়েছিল মাইনাস ১৭৩.৩১ টাকা যা আগের বছর হয়েছিল মাইনাস ১৬২.২৪ টাকা।

২০২০ সালে কোম্পানির লোন্স অ্যান্ড এডভান্স ছিল ৪০৩৯ কোটি ৩০ লাখ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ৪১০৬ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ বিগত ৪ বছরে ২০২০-২০২৩ পর্যন্ত কোম্পানিটির লোন্স অ্যান্ড এডভান্স বেড়েছে ৬৭ কোটি টাকা ৬৪ লাখ টাকা।

পক্ষান্তরে, ২০২০ সালে কোম্পানিটির ডিপোসিট ও অন্যান্য প্রাপ্তি ছিল ২৬৮২ কোটি ৫৭ লাখ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ২৯৬৭ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ বিগত ৪ বছরে ২০২০-২০২৩ পর্যন্ত কোম্পানিটির ডিপোসিট ও অন্যান্য প্রাপ্তি বেড়েছে ২৮৫ কোটি ৩৯ লাখ টাকা।

এছাড়া, ২০২০ সালে কোম্পানিটির সংরক্ষিত ক্ষতি ছিল (৩৪৮০) কোটি (২৭) লাখ টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৪০৭৩) কোটি (৬১) লাখ। অর্থাৎ বিগত ৪ বছরে ২০২০-২০২৩ সাল পর্যন্ত কোম্পানিটির সংরক্ষিত ক্ষতি বেড়েছে (৫৯৩) কোটি ৩৪ টাকা।

কোম্পানির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০১৯ সালের এই বিপর্যয় এড়াতে বাংলাদেশ হাইকোর্ট ২০২০ সালে কোম্পানিটির চেয়ারম্যান পদে মো: নজরুল ইসলাম খান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো: মশিউর রহমানকে এপয়েন্টমেন্ট করেছিলেন। তারপর থেকে ধিরে ধিরে কোম্পানিটির ক্ষতির পরিমান কমে মুনাফার দিকে অগ্রসর হচ্ছে।

কোম্পানি সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে জানা যায়, বিগত ৫ বছরে যথা ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১১.০৭ টাকা যা ২০২২ সালে ছিল -৮.০৫ টাকা, ২০২১ সালে ছিল -৯.২৬ টাকা, ২০২০ সালে ছিল -৩১.৩০ টাকা ও ২০১৯ সালে ছিল -১২৬.৩৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে -১৭৩.৩১ টাকা যা ২০২২ সালে ছিল -১৬২.২৪ টাকা, ২০২১ সালে ছিল -১৫৪.১৯ টাকা, ২০২০ সালে ছিল -১৪৪.৯৩ টাকা ও ২০১৯ সালে ছিল -১১৩.৬৩ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪১.৫৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২.৯৩ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে .০১ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৫.৫২ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩.৪০ টাকা থেকে ৬.১০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩.৭০ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস ও স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও লুবানা জেনারেল হাসপাতালের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এবং...

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩৪৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া...

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত নিরীক্ষা কমিটির ৮ম সভা সোমবার (১৭ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া...

ময়মনসিংহে আরসা’র ৪ সদস্য আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরাকান আরসার চার সদস্যকে আটক করেছে র‍্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র...

শ্রীমঙ্গলে আড়াই কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে শুরু করা অভিযানে সহকারী...