![]() |
বিনোদন ডেস্ক : শুরুটা ২০১৫ সালে স্কুল রিহার্সাল রুম থেকে, অতঃপর নাট্যকলায় বৃত্তি নিয়ে ভারতে বিবেকানন্দ থিয়েটারে এর মাশফিক। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটক দিয়ে মঞ্চ নাটকের যাত্রা শুরু করেন মাশফিক। বড় হয়েছে পুরান ঢাকার গোপিবাগ এলাকায়। রামকৃষ্ণ মিশন ঢাকা থেকে মাধ্যমিক এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বশেষ উচ্চশিক্ষায় ভারতের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা তে (নাট্যকলা) স্নাতকে বৃত্তিপ্রাপ্ত (২০২৪) হয়েছেন তিনি।
প্রয়াত রুপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্ত'র পূত্র শুভাশীষ দত্ত তন্ময়ের হাত ধরে মঞ্চে কাজ করা। গুরু, বিসর্জন, ডাকঘর, হীরক রাজার দেশে, মানবপ্রেমী বিবেকানন্দ, দ্যা টেম্পেস্ট, উত্তোরন 'সহ বহু নাটকে বহুরূপী চরিত্র ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে মঞ্চকুড়ি পদক গ্রহন করেন ইনি। এছাড়া তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল অবদি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগী রুপসজ্জা শিল্পী ছিলেন।
অভিনয়ের পাশাপাশি তিনি দক্ষ ছিলেন রুপসজ্জা শিল্পী হিসেবেও। তার পথচলার শুরু করে দেয় বিবেকানন্দ থিয়েটার পরবর্তীতে ২০১৮ সালে নাট্যম রেপার্টরী'ও যুক্ত হয়। তার সাথে কথা বলে জানতে পারা যায় তার এই কৃতিত্ব তার পরিবার এর সাথে নাট্যনির্দেশক আইরিন পারভীন লোপা ও তার নাট্যগুরু শুভাশীষ দত্ত তন্ময় এর। এই পথ'টি অত সহজ ও ছিলো না।
তিনি বলেন, "দলের রিহার্সালে ফাকি দিয়েছি কতো অথচ প্রফেশনালি কোনো অজুহাত দেয়া যায়না নিজেকে অবদি" এটাই তফাৎ। তার একান্ত আহবান নাট্যচর্চা অব্যহত থাকুক আর সংস্কৃতি দ্বারা-ই শান্তি বিরাজ হয় এই ধরায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
স্কুল রিহার্সাল রুম থেকে বৃত্তি নিয়ে ভারতে বিবেকানন্দ থিয়েটারে মাশফিক https://corporatesangbad.com/505762/ |