হালুয়াঘাটে যৌথ অভিযানে ভারতীয় জিরা-সাবান জব্দ

Posted on March 11, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ১৫৪ বস্তা জিরা ও দুই হাজার ১০০ পিস সাবান জব্দ করেছে।

রবিবার (৯ মার্চ) মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫৪ বস্তা জিরা ও দুই হাজার ১০০ পিস সাবান জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় মৃত আলাল উদ্দিনের ছেলে মেঘরাজের বাড়িতে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা মজুদ করে রাখার খবর পাওয়া যায়। পরে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ট্রান্সফোর্স অভিযানে গেলে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২১০০ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকবস্থা উন্মুক্ত অবস্থায় রয়েছে। চোরাকারবারিরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, ‘যার বাড়িতে পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’