যে কারণে ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

Posted on March 11, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক জনসাধারণের জন্য নতুন নোট বিনিময় স্থগিত করেছে।

সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মধ্যে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এজন্য যেসব ব্যাংকের শাখায় ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, সেসব ব্যাংককে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এপ্রিল-মে মাসে নতুন নকশার ব্যাংক নোট বাজারে ছাড়া হবে। সে কারণে আগের নকশার বিদ্যমান নোটগুলো প্রত্যাহার করা হচ্ছে এবং সেগুলোর প্রচলনও স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট বাজারে আসবে। এবার টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে এবং এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নতুন নোট বিতরণ চলবে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। 

ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছিল।