পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১২ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার ৫৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৮৩৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৯.৫২ পয়েন্ট কমে ৫১৭৪.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ৯.২৯ পয়েন্ট কমে ১৮৮০.৩৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৪৫ পয়েন্ট কমে ১১৫৬.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাঃ, লিন্ডে বিডি, বীচ্ হ্যাচারী, ফারইস্ট নিটিং, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, হাক্কানী পাল্প ও খান ব্রাদার্স পিপি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: তিতাস গ্যাস, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, লিন্ডে বিডি, এইচআর টেক্স, সাউথইস্ট ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, বিডি থাই, ফারইস্ট নিটিং, ডেসকো ও ভিএএমএল আরবিবিএফ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আলিফ ইন্ডাঃ, এস আলম কোল্ড, মিডল্যান্ড ব্যাংক, বিপিএমএল, আরএসআরএম স্টিল, আইবিপি, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., তসরীফা ইন্ডাঃ, হামি ইন্ডাঃ ও ন্যাশনাল হাউজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৮৯৩৩৯২৮৯৪৬৭.০০।