ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ২৭ লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস রিলিজ এর মাধ্যমে এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৮ মার্চ ভোরে সূর্যপুর বিওপির সদস্যরা সীমান্তের কাজলের মোড় নামক স্থান দিয়ে পাচারকালে ১ হাজার ৪৭০ কেজি ও একই সময় গোবরাকুড়া বিওপির সদস্যরা পূর্ব গোবরাকুড়া নামক স্থান দিয়ে পাচারকালে ৮শত ৫৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেন।
বিজিবি আরো জানায়, অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে।