বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Posted on October 28, 2023

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে টানা ৫ম দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এসময় বন্ধ করে দেয় কয়েকশো পোশাক কারখানা।

আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী কোনাবাড়ি, মৌচাক কাশিমপুর এলাকার কয়েকটির কারখানার বিক্ষোভদ্ধ শ্রমিকরা। পরে ঢাকা-টাংগাইল মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ করে লাঠি-সোঠা হাতে নিয়ে দোকানপাট, ব্যাংক,বিভিন্ন মেডিসিনের দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে বিক্ষোভ কারীরা।

এ সময় হামলার আশংকায় কোনাবাড়ি এলাকার দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।

এ ঘটনায় কোনাবাড়ি এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলেও শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ কোন ঘটনা ঘটেনি। তবে বিক্ষোভকারীরা মহানগরীর ভোগরা এলাকায় সড়ক অবরোধ করে।পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুরতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।