কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ কাওসার আলম এফসিএমএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মাহবুবুর রহমান-এর সঙ্গে বুধবার (৫ মার্চ) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আইসিএমএবি প্রতিনিধি দল ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং বিশেষভাবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। তারা পেশার আরও উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সচিব মহোদয় দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এই পেশার বিকাশে তাঁর সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোঃ মাহবুব-উল-আলম এফসিএমএ।