বগুড়ায় ছাঁদ থেকে পড়ে নার্সিং কলেজের শিক্ষার্থী নিহত

Posted on March 6, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় ছাঁদ থেকে পড়ে অপর্ণা রানী (২৩) নামের এক নার্সিং কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাত ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও ও আত্মীয় স্বজন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত বাড়ির ছাঁদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন আত্মীয় ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটায় সে মারা যায়।

সদর থানা অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।