![]() |
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে জ্বালানি তেলের দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তবুও আমাদের চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। পাশে থাকা টিসিবির গোডাউনও পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ধোবাউড়ায় টিসিবির গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি https://corporatesangbad.com/505139/ |