ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও গোডাউনে অভিযান চালিয়ে ১৭০ বস্তা ভারতীয় চিনি এবং ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র্যাব। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মঙ্গলবার (৪ মার্চ) সকালে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুবিয়া ও দুল্লা ইউনিয়নের কেশবপুর এলাকা থেকে চিনি ও ব্লেডগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার বরিয়ান গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে শাহজাহান সিরাজ (২৬), মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (২২) ও রাশিদুল ইসলাম সাগর (১৯)।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমুবিয়া এলাকায় ময়মনিসংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে সেখান থেকে ১১১ বস্তা (৫ হাজার ৫৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাশিদুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ট্রাকটি জব্দ করা হয়।
পরে একই উপজেলার কেশবপুর এলাকায় আশিকুজ্জামান আশিকের গোডাউনে অভিযান চালিয়ে ৫৯ বস্তা (২ হাজার ৯৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে শাহজাহান সিরাজ ও রাকিবুল হাসানকে আটক করা হয়। এ সময় ৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৬০টি ভারতীয় ব্লেডের প্যাকেট (এক লাখ ২০ হাজার পিস) জব্দ করা হয়।
ময়মনসিংহে র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এ বিষয়ে বলেন, উদ্ধার হওয়া চিনিগুলোর বাজারমূল্য ১১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া ব্লেডগুলোর মূল্য ৬ লাখ টাকা। গোডাউনে অভিযান চালানোর আগেই পালিয়ে গেছে চোরাকারবারি। এই চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।