November 18, 2025 - 10:50 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমুক্তাগাছায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি-ব্লেড উদ্ধার, গ্রেফতার ৩

মুক্তাগাছায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি-ব্লেড উদ্ধার, গ্রেফতার ৩

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবাহী ট্রাক ও গোডাউনে অভিযান চালিয়ে ১৭০ বস্তা ভারতীয় চিনি এবং ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মঙ্গলবার (৪ মার্চ) সকালে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুবিয়া ও দুল্লা ইউনিয়নের কেশবপুর এলাকা থেকে চিনি ও ব্লেডগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার বরিয়ান গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে শাহজাহান সিরাজ (২৬), মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (২২) ও রাশিদুল ইসলাম সাগর (১৯)।

র‌্যাব জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমুবিয়া এলাকায় ময়মনিসংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে সেখান থেকে ১১১ বস্তা (৫ হাজার ৫৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাশিদুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ট্রাকটি জব্দ করা হয়।

পরে একই উপজেলার কেশবপুর এলাকায় আশিকুজ্জামান আশিকের গোডাউনে অভিযান চালিয়ে ৫৯ বস্তা (২ হাজার ৯৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে শাহজাহান সিরাজ ও রাকিবুল হাসানকে আটক করা হয়। এ সময় ৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৬০টি ভারতীয় ব্লেডের প্যাকেট (এক লাখ ২০ হাজার পিস) জব্দ করা হয়।

ময়মনসিংহে র‌্যাব-১৪‍‍ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এ বিষয়ে বলেন, উদ্ধার হওয়া চিনিগুলোর বাজারমূল্য ১১ লাখ ৫ হাজার টাকা। এ ছাড়া ব্লেডগুলোর মূল্য ৬ লাখ টাকা। গোডাউনে অভিযান চালানোর আগেই পালিয়ে গেছে চোরাকারবারি। এই চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....