![]() |
স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। বুধবার (৫ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে একথা জানানো হয়েছে।’
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ৩৫ বছর বয়সী স্মিথ। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন এ তারকা ব্যাটার।
গতরাতে দুবাইয়ে ভারতের কাছে ৪ উইকেট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে অবসরের সিদ্ধান্তের কথা সতীর্থদের জানান স্মিথ। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি।
সিএ’র দেওয়া এক বিবৃতিতে স্মিথ বলেন, ‘এটি একটি দারুণ যাত্রা ছিল এবং আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি।’
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লেগ-স্পিন অলরাউন্ডার হিসেবে অভিষেকের পর দেশের হয়ে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। ব্যাট হাতে ১২ সেঞ্চুরি এবং ৩৫ হাফ-সেঞ্চুরিতে ৪৩ দশমিক ২৮ গড়ে ৫,৮০০ রান করেছেন তিনি।
২০১৫ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য থাকা স্মিথ বলেন, ‘অসাধারণ সময় এবং অসাধারণ কিছু স্মৃতি আছে। চমৎকার সব সতীর্থকে সঙ্গী করে দু’টি বিশ্বকাপ জয় করা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।’
তিরি আরও বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়ার উপযুক্ত সুযোগ এখনই। তাই আমার মনে হয়েছে নতুনদের জায়গা করে দেওয়ার এটাই সঠিক সময় ।’
এখনো লম্বা সময়র টেস্ট ক্রিকেট খেলতে চান স্মিথ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে আমি সব সময়ই প্রাধান্য দিয়ে আসছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরে দেশে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমার বিশ্বাস লংগার ভার্সনে দেওয়ার মতো এখনো অনেক কিছুই আমার মধ্যে আছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভেন স্মিথ https://corporatesangbad.com/505105/ |