এনসিসি ব্যাংক ও কমার্স প্লেক্স এর মধ্যে রেমিটেন্স বিতরণ চুক্তি

Posted on March 4, 2025

কর্পোরেট ডেস্ক: যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কর্ষ্টাজিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্প সময় ও সহজতম উপায়ে দেশে বসবাসরত আত্মীয়স্বজনের নিকট পৌঁছানোর লক্ষ্যে সোমবার (৩ মার্চ) এনসিসি ব্যাংক পিএলসি. কমার্স প্লেক্স লিঃ (সিমপাইসা), ইউকে এর সাথে রেমিটেন্স চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে কমার্স প্লেক্স (সিমপাইসা), ইউকে এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে থেকে পাঠানো রেমিটেন্স এর অর্থ এর সুবিধাভোগগণ এনসিসি ব্যাংক ও এর সহযোগী এনজিও এবং সাব-এজেন্ট এর শাখা হতে উত্তোলন করতে সক্ষম হবে।

এনসিসি ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এবং সিম্পাইসা, ইউকে এর চীফ স্ট্রাটেজি এন্ড অপারেশন্স্ অফিসার (সিএসও) বাছির নজিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব ট্রেজারী প্রধান মোঃ জহুরুল করীম চৌধুরী, এসএভিপি ও রেমিট্যান্স এন্ড এনআরবি ব্যাংকিং প্রধান মোঃ ফরাদুজ্জামান এবং (সিমপাইসা), ইউকে এর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ ও হেড অব ট্রেজারী সানি দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।