গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

Posted on March 4, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে নকল জুসের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেয়ার পাশাপাশি কারখানার মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারখানার যাবতীয় মালামাল ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার সংলগ্ন একটি নকল জুস কারখানায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহ এর নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে গৌরীপুর উপজেলা প্রশাসন, বিএসটিআই ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান নকল জুস তৈরীর দায়ে কারখানার মালিককে দুলাল উদ্দিনকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। সেই সাথে কারখানা সিলগালা এবং যাবতীয় মালামাল ধ্বংস করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গিয়ে উক্ত কারখানায় বিভিন্ন নামিদামি ব্রান্ডের শিশু খাদ্য,নকল ম্যাংগো জুস ও ড্রিংকো জুসের উৎপাদন করার সত্যতা পায়।এ সময় জুস তৈরির যন্ত্রপাতি, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদিসহ বিপুল পরিমাণ প্যাকটজাতকৃত (ফ্রুটো ম্যাংগো, ডিংডং লিচি, ফ্রুটি ও ড্রিংকো জুস) নকল জুস জব্দ করে বুলডোজার মেশিন দিয়ে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।