মির্জাগঞ্জে ৭’শ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Posted on March 4, 2025

মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চায়না বাংলা কর্পোরেশনের (সিইও) মশিউর রহমান সবুজ।

সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় তার নিজ গ্রামের লোকজনের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এতে সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশন ও রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ উপজেলা ইউনিট। বিতরন শেষে আগত সকল শ্রেনি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়বে বলে আশ্বস্ত করে মশিউর রহমান সবুজ।