![]() |

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে মারা যান বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া। বাবা অশোক চোপড়ার মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই মাকে নিয়ে রীতিমতো পার্টি করেন প্রাক্তন এ বিশ্বসুন্দরী। বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ঘটা করে মা মধু চোপড়ার জন্মদিন উদ্যাপন করেন প্রিয়ঙ্কা। অতিথি হিসেবে এসেছিলেন জন আব্রাহাম।
বাবা অশোক চোপড়া মৃত্যুর দিন ছয়েকের মাথায় ৬০ বছরে পা দেন অভিনেত্রীর মা। বাড়িতে শোকের আবহ। আত্মীয়-পরিজন ভর্তি। এমন অবস্থায় মায়ের জন্মদিন উদ্যাপন করার সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। যেমন ভাবা, তেমনই কাজ। বিরাট ঘটা করে আয়োজন করেন প্রিয়ঙ্কা। ডিজে বাজিয়ে নাচ করেন মা-মেয়ে।
যদিও এমন কাণ্ড দেখে আত্মীয়-পরিজন খানিক অসন্তুষ্ট হন, স্বামী হারানোর শোক এত সহজে ভুলে যাওয়ায় নাকি অনেকে সমালোচনাও করেন! কিন্তু লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা বলেন, ‘বাবা বেঁচে থাকলে তিনি নিজেও মায়ের জন্মদিনটা পালন করতেই চাইতেন। আমি সেই কাজটাই করেছি।’
পাশপাশি, মধু সমালোচনা সহ্য করেছেন ছেলে-মেয়ের মুখ চেয়ে। তার কথায়, ‘লোকে বলেছে, দেখো কেমন নাচছে! কিন্তু আমি ভেবেছিলাম, আমার ছেলে-মেয়েরা এত কষ্ট করে এমন একটা সন্ধ্যার আয়োজন করেছে আমার ওদের সঙ্গ দেওয়া উচিত।
যদিও অনেকটা রাতেই জন আব্রাহাম আসেন অভিনেত্রীর মায়ের জন্মদিনে। কারণ, জনকে বরাবরই পছন্দ প্রিয়ঙ্কার মায়ের। সেই সময় ‘দোস্তানা’ ছবিতে জনের সঙ্গে কাজ করেন প্রিয়ঙ্কা। তাই সহ-অভিনেত্রীর কথা ফেলতে পারেননি জনও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান প্রিয়াঙ্গার মা।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ডিজে পার্টি করেন প্রিয়াঙ্কা চোপড়া https://corporatesangbad.com/504872/ |