চুয়াডাঙ্গায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে মাংস ও ডিম-দুধ বিক্রি শুরু

Posted on March 4, 2025

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বাজারের দামের থেকে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে মাসজুড়ে এ প্রাণীজাত খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলার পোল্ট্রি, ডেইরী খামারি ব্যবসায়ীবৃন্দদের সৌজন্যে বিক্রয় স্টলে গরুর মাংস বিক্রি করা হবে ৭০০ টাকা কেজি দরে। প্রতিপিচ ডিমের দাম ৯ টাকা ৩০ পয়সা ও দুধ এক লিটার ৭০ টাকা। আর সোনালী মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। বিক্রয় কার্যক্রম চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাজারের থেকে কম দামে বিক্রি করা যায় সেজন্য এই উদ্যোগ। রমজান মাসে এমনি বাজারের আমিষের দাম বেশি থাকে। যাতে ভোক্তারা কম দাম দিয়ে এই আমিষ পন্য মাংস ডিম ও দুধ খেতে পারে। আর এই বিক্রয় কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে। ক্রেতাদের চাহিদা অনুয়ারি সরবরাহ করা হবে। এই বিক্রয় কার্যক্রমের প্রচার প্রচারণা বাড়াতে হবে।

উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন ও কৃত্তিম প্রজনন বিভাগের উপপরিচালক ডা. এ.এইচ.এম শামিমুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ রানা প্রমুখ।