![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মার্চ মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ২৮ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সোমবার (৩ মার্চ) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
সোমবার (৩ মার্চ) বিকেলে নতুন এই দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ওই সময় অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এলপি গ্যাসের দাম কমলো https://corporatesangbad.com/504811/ |