![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৪ কোটি ০৭ লক্ষ ২৪ হাজার ২৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৬.১৮ পয়েন্ট কমে ৫২২০.৬৭ ডিএস-৩০ মূল্য সূচক ৫.১৬ পয়েন্ট কমে ১৮৯৮.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.১৩ পয়েন্ট কমে ১১৬২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, এইচআর টেক্স, তৌফিকা ফুড, জেমীনি সী ফুড, শাইনপুকুর সিরামিকস, রবি আজিয়াটা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ন্যাশনাল পলিমার ও আল-হাজ¦ টেক্স।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শাইনপুকুর সিরামিকস, জেমীনি সী ফুড, ফু-ওয়াং ফুড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গোল্ডেন হারভেস্ট, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো ও আল-হাজ¦ টেক্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সুহৃদ ইন্ডাঃ, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., স্টাইলক্র্যাফট, আরামিট সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক, জাহিন স্পিনিং, আইএসএন লিঃ, বিডি অটোকারস, লিগেসী ফুটওয়্যার ও মিথুন নিটিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৮৩৫৯৯৮৮৩৮০৫.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সূচকের পতনে লেনদেন শেষ https://corporatesangbad.com/504802/ |