১,৩০০ কোটির বেশি ডিপোজিট ইউসিবিতে, মাত্র ২০ কর্মদিবসের ফেব্রুয়ারিতে

Posted on March 1, 2025

কর্পোরেট ডেস্ক : ফেব্রুয়ারি মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১,৩৩২ কোটি টাকার বেশি সঞ্চয় প্রবৃদ্ধি অর্জন করেছে। মাত্র ২০ কর্মদিবসের একটি মাসে এই পরিমাণ নেট ডিপোজিট বৃদ্ধি, ব্যাংকের প্রতি গ্রাহকদের ভরসা ফিরে আসারই প্রমাণ।

এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইউসিবির এই সাফল্য আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের আস্থা ও সমর্থনের ফল। আমরা সবসময় গ্রাহকদের চাহিদা ও বিশ্বাসকে প্রাধান্য দিয়ে কাজ করি। এই সাফল্য শুধু ইউসিবির জন্য নয়, এটি পুরো ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। আমরা বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে যে কোনো সংকট মোকাবিলা সম্ভব।”

ইউসিবির এই সাফল্য শুধু আর্থিক সূচকেই নয়, টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের গভীর আস্থারও প্রতিফলন। ব্যাংকিং খাতে চলমান সংকটের মধ্যেও ইউসিবি তার সেবার মান ও আর্থিক শক্তি অক্ষুণ্ণ রেখেছে