৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ম্যানেজারকে ৮০ হাজার টাকা জরিমানা

Posted on February 27, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে রমজান উপলক্ষ্যে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে এনজি এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বিন্দু ঠাকুরকে (৩১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর মাসকান্দা এলাকায় বিসিক শিল্প এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

এনজি এন্টারপ্রাইজের মালিক কৃঞ্চ পাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরীর জন্য নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় এনজি এন্টারপ্রাইজ একটি পরিত্যক্ত গুদামে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল মজুদ করে রাখে। এই অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জেল- জরিমানা প্রদান করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বী। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। আগামীতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।