মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

Posted on February 27, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।'

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সাধারণ ছাত্র-সমাজের আয়োজনে বড় পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্ত্বরে এসে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ঠাই এই বাংলায় হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কীভাবে রাখাল রাহা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে? অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে হবে।

এ সময় সিরাজগঞ্জ বনোয়ারী লাল সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এস.এম তাহসিন উল হক, আসিফ মাহমুদসহ প্রায় ৩ শতাধিক ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।