![]() |
কর্পোরেট ডেস্ক: ওয়ালটন নিয়ে এলো সিনেক্সা (CiNEXA) ব্র্যান্ডের অত্যাধুনিক ডিজিটাল সাইনেজ ডিসপ্লে (Digital Signage Display)। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যার সমৃদ্ধ এই ডিসপ্লেগুলো যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের কার্যকর সমাধান। কর্পোরেট অফিস, শপিংমল, রেস্টুরেন্ট, ব্যাংক ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং তথ্য প্রদর্শনের জন্য আদর্শ ওয়ালটনের সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে আধুনিক ও স্মার্ট সমাধান সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে। এটি অফিস, কর্পোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত। ওয়ালটনের এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লেগুলো আধুনিক বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য এটি বিজ্ঞাপন ও যোগাযোগের একটি নিখুঁত সমাধান।
তিনি জানান, প্রাথমিকভাবে ৪৯ এবং ৫৫ ইঞ্চির ২ মডেলের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে ছাড়া হয়েছে। ৪৯-ইঞ্চি মডেলে রয়েছে ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনের ফুল এইচডি এলইডি ডিসপ্লে। আর ৫৫ ইঞ্চি মডেলে দেয়া হয়েছে ৩৮৪০ বাই ২১৬০ রেজ্যুলেশনের ইউএইচডি ডিসপ্লে। উভয় মডেলের মূল্য যথাক্রমে ১,৬৭,৫০০ এবং ২,১৮,৫০০ টাকা। থাকছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। কর্পোরেট ক্লায়েন্টদের জন্য থাকছে বিশেষ সুবিধায় কেনার সুযোগ।
সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লের অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। ফলে সাইনেজ ডিসপ্লেতে প্রদর্শিত প্রতিটি কনটেন্ট হয় আরও প্রাণবন্ত ও স্পষ্ট। প্রসেসিং পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৬৪ বিটের কর্টেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.০ গিগাহার্টজ। শক্তিশালী মালি-জি৫২ জিপিইউ, ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ডিসপ্লেটিকে করেছে দ্রুতগতির ও মাল্টিটাস্কিংয়ে সক্ষম। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ যা সহজেই কাস্টোমাইজ করা যায় এবং এতে প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট পরিচালনা করা সম্ভব।
উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে এতে রয়েছে ২টি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার যা যেকোনো বিজ্ঞাপন বা তথ্য প্রচারের জন্য আদর্শ। কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ যা স্থিতিশীল ও দ্রুত সংযোগ প্রদান করে। এছাড়া ইউএসবি ৩.০, ২.০ এবং আরজে৪৫ ইন্টারফেস থাকায় সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লেতে বিভিন্ন ডিভাইস সংযোগ এখন আরও সহজ ও কার্যকর।
ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/display/digital-signage-display) থেকে গ্রাহকরা সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে অর্ডার করতে পারবেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
স্মার্ট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা দিতে ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে https://corporatesangbad.com/504424/ |