![]() |
পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আফতাব অটোমোবাইলস লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এ২’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর ২০২৪ সালের ব্যাংকের দায়বদ্ধতা ও অন্যান্য প্রাসঙ্গিক এবং গুনগত তথ্যর ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১.৪১ টাকা যা ২০২৩ সালে ছিল .০৪ টাকা, ২০২২ সালে ছিল .০১ টাকা, ২০২১ সালে ছিল -১.৯৪ টাকা ও ২০১৯ সালে ছিল .০৯ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৪৯.৬৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৫১.৭৬ টাকা, ২০২২ সালে ছিল ৫৪.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৫৭.৮৯ টাকা ও ২০২০ সালে ছিল ৬০.২০ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে যা ২০২৩ সালে দিয়েছে নগদ ১০ শতাংশ, ২০২২ সালে নগদ ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ, ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন https://corporatesangbad.com/504417/ |