তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

Posted on February 27, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর বটতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় পঁচিশোর্ধ্ব অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারীর মৃত্যুর পর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১১ টায় মধুপুর বটতলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। নিহত নারী মানসিক অপ্রকৃতস্থ বলে ধারণা করা হচ্ছে।লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়ার পর বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তবে এখনও লাশটির সঠিক পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।