বাজারে এলো ‘ইসি ডেইলি চিনিগুঁড়া চাল ও ইসি ডেইলি মসুর ডাল’

Posted on February 27, 2025

কর্পোরেট ডেস্ক : সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা নিয়ে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড এবার বাজারে নিয়ে এলো তাদের নতুন খাদ্যপণ্যের সম্ভার–‘ইসি ডেইলি চিনিগুঁড়া চাল এবং ইসি ডেইলি মসুর ডাল’।

ইসি ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইস্ট কোস্ট সেন্টার, ঢাকা-তে অনুষ্ঠিত হয়।

১ কেজির চমৎকার প্যাকেজিং এ ইসি ডেইলি চিনিগুঁড়া চাল এবং ১ কেজি ও ৫০০ গ্রামের সুদৃশ্য প্যাকেটে ইসি ডেইলি মসুর ডাল এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটবর্তী বাজার, দোকান, সুপারশপ সহ অনলাইন প্লাটফর্মে।

আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বক্তব্য রাখেন তানভীর চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড। বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য উৎকৃষ্ট মানের খাদ্যপণ্য সরবরাহে ইসি ডেইলি তার সকল পণ্যে শতভাগ বিশুদ্ধতা, খাঁটি মান এবং সহজলভ্যতার নিশ্চয়তা দেয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।

ইসি ডেইলি বর্তমানে ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেডের পণ্যসম্ভারের লাইনে তৃতীয় সংযোজন। ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, পরবর্তীতে ২০২৩ সালে ইসি অর্গ্যানিক সানফ্লাওয়ার অয়েল-এর মাধ্যমে তা আরও বিস্তৃত হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপ এর অংশ হিসেবে, ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড দেশের মানুষকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে তাদের পণ্যসম্ভার আরো সমৃদ্ধ ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, তানভীর চৌধুরী এবং ডিরেক্টর মুনিয়া খান সহ ইস্ট কোস্ট গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।