নারায়ণগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংকের বরাব উপশাখার উদ্বোধন অনুষ্ঠিত

Posted on February 26, 2025

কর্পোরেট ডেস্ক: আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর ২৩৮তম উপশাখা “বরাব উপশাখার” শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত। ভূলতা শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, এসভিপি ও মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল করিম, এসভিপি ও ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মোঃ শাকিল আনোয়ার সহ উর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এবং বর্তমান পরিচালনা পর্ষদের নের্তৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। গ্রাহকদের মাঝে আস্থা পূনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ব্যাংকের বেশির ভাগ শাখায় টাকা জমা ও উত্তোলনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে এই নতুন উপশাখাটি এই এলাকার মানুষের ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।