ইউসিবির ৩৬ কার্যদিবসে ১ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলার মাইলফলক অর্জন

Posted on February 25, 2025

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাত্র ৩৬ কার্যদিবসে ১ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অসাধারণ অর্জন সম্পন্ন হয়েছে। এই নতুন অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই ব্যক্তি শ্রেণি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের, যা ব্যাংকিং খাতে এই শ্রেণির মানুষের আস্থা বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এই ঐতিহাসিক মাইলফলক অর্জন উপলক্ষে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “নানা ধরনের সংকট ও নেতিবাচক প্রবণতার মধ্যেও নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে মাত্র ৩৬ কর্মদিবসে ১ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই সাফল্য সম্ভব হয়েছে আমাদের গ্রাহকদের আস্থা, আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং অত্যাধুনিক ব্যাংকিং সেবার সমন্বিত প্রয়াসের মাধ্যমে।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে মানুষ আবার ব্যাংকিং সিস্টেমে আস্থা ফিরে পেয়েছে, যার ফলস্বরূপ আমানত ও ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এই ইতিবাচক পরিবর্তন শুধু ইউসিবির জন্যই নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য একটি আশাব্যঞ্জক সংকেত।”

এই গৌরবময় অর্জনের জন্য তিনি ইউসিবির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইউসিবি ভবিষ্যতেও তার গ্রাহকদের জন্য বিশ্বস্ত ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করে যাবে এবং দেশের আর্থিক খাতের উন্নয়নে ভূমিকা পালন অব্যাহত রাখবে।