বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

Posted on February 25, 2025

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গে বিয়ে করেছেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিলা।

নিজের বিয়ের কিছু ছবি পোস্ট করেন শাকিলা লেখেন, ‘আমরা আমাদের জুটি তৈরি করেছি।’ জানা যায়, অভিনেত্রীর বরের নাম আরবিন খান সোহান।

এ নিয়ে অভিনেত্রী জানান, আরবান খান বাংলাদেশ বিমানে চাকরি করেন। তাদের মধ্যকার ভালো লাগা ছিল। সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক হয়। যা দুই পরিবারের সদস্যরা জানতো। আর দুই পরিবারের সদস্যরা রবিবার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন এনগেজমেন্টের কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে বিয়ের সিদ্ধান্ত হয় তাদের।

শাকিলা পারভীন বলেন, হঠাৎ বিয়ের সিদ্ধান্ত হওয়ায় সেভাবে কাউকে জানাতে পারিনি। আমরা আগে থেকে স্থির করেছিলাম যে, বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।

আরবান খানের সঙ্গে পরিচয় হয় বন্ধুদের মাধ্যমে, সেটিও ৮ বছর আগে। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়। ভালো লাগা থেকেই আমরা বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে দু’জনই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে আরবান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনও ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, শাকিলা পারভীন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভীন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয় অর্জন করেছেন। সবশেষ তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে।

আরও পড়ুন:

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা-স্ত্রী