দর পতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

Posted on February 24, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ১৫৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে মেঘনা সিমেন্ট মিলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৪ টাকা থেকে ৪৬.৫ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ৪৬.৫ টাকা এবং সমাপনি দর ৪৪ টাকা যা আগের কার্যদিবসে ছিল ৪৭.৪ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৩৯.২ টাকা থেকে ৮৫.৫ টাকার মধ্যে।

দর হারানোর এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাক ২০ পয়সা বা ৪ দশমিক ৬৭ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৩.৪ টাকা থেকে ২৬.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২৫.৭ টাকা আজকের ওপেনিং দর ছিল ২৫.৬ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৪.৫ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৭ টাকা থেকে ৩৭.৬ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৩৯ শতাংশ। সোমবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৭০.৭ টাকা থেকে ৭৪.৪ টাকার মধ্যে। গতকালের শেয়ারটির সমাপনি দর ছিল ৭৩.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৭৪.৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৭১.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ৪৫ টাকা থেকে ৭৬.৫ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির শোয়ার দর বেড়েছে যথাক্রমে - আইসিবি ইসলামিক ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ১৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২ দশমিক ৯০ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।