রেকর্ড গড়ে ১৪ হাজার ক্লাবে কোহলি

Posted on February 24, 2025

স্পোর্টস ডেস্ক : বিশ্বের তৃতীয় ও দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন বিরাট কোহলি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রোববার অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি।

২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি।

টেন্ডুলকার ও সাঙ্গাকারার ক্লাবে নাম লেখাতে গিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন কোহলি। ওয়ানডেতে দ্রুত ১৪ হাজার রানের মালিক হন তিনি। ৩৫৯ ম্যাচের ৩৫০তম ইনিংসে ১৪ হাজার পূর্ণ করার রেকর্ড এতদিন দখলে ছিলো টেন্ডুলকারের। ২০০৬ সালে পেশোয়ারে পকিস্তানের বিপক্ষে এই রেকর্ডের মালিক হন তিনি।

টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে না পারলেও, ২০১৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান করেছিলেন সাঙ্গাকারা। এজন্য ৪০২ ম্যাচের ৩৭৮ ইনিংসে ১৪ হাজার রান করেন সাঙ্গা।

২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে কোহলির রান এখন ১৪০৮৫ রান।