![]() |
পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে গত ১২ ফেব্রুয়ারি কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিলো ইয়াকিন পলিমারের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৮ টাকা ২০ পয়সায়। আর গত ১১ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ১৩ টাকা ৩০ পয়সায় দাড়ায়। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা।
এছাড়া গতকাল শেয়ারটির সমাপনি দর ছিল ১২.৯০ টাকা। আজকের শুরুর দর ছিল ১৩.২০ টাকা এবং দিন শেষে শেয়ারটির সমাপনি দর ছিল ১৪.১০ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ওঠা নামা করেছে ৭.৫ টাকা থেকে ২৫.৪০ টাকার মধ্যে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইর চিঠির জবাব দেয়নি ইয়াকিন পলিমার https://corporatesangbad.com/503888/ |