বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করল এসআইবিএল

Posted on February 23, 2025

কর্পোরেট ডেস্ক: ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন সূচকে সন্তোষজনক অবস্থানে বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। অর্থনীতি বিষয়ক ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা দি ডেইলি ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রবর্তিত এই পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, দৈনিক ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ড. এনায়েত করিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।