![]() |
পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি-২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে মিডল্যান্ড পিএলসি। সপ্তাহজুড়ে মিডল্যান্ড পিএসির শেয়ারদর কমেছে ২২ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৬ টাকা ৬০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়রের সমাপনি দর ছিল ৩ টাকা ১০ পয়সা আগের সপ্তাহে যা ছিল ৩ টাকা ৬০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটোরের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ার দর ছিল ৪ টাকা ২০ পয়সা আগের সপ্তাহে যা ছিল ৪ টাকা ৮০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেইউক যজ্ঞেশ্বরের ১১ দশমিক ৭২ শতাংশ, এ্যাপোলো ইস্পাত কম্পেলেক্সের ১০ দশমিক ৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডায়িংয়ের ৮ দশমিক ৬০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮ দশমিক ১১ শতাংশ, এনার্জি পাওয়ার জেনারেশনের ৭ দশমিক ৪৬ শতাংশ, তালু স্পিনিংয়ের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং পিপুলস লিজিংসের ৭ দশমিক ৪১ শতাংশ শেয়ার দর কমেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাপ্তাহিক দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক https://corporatesangbad.com/503628/ |