ব্র্যাক কুমন এএসএইচআর-২০২৫ এর পার্টনার আইপিডিসি ফাইন্যান্স

Posted on February 20, 2025

কর্পোরেট ডেস্ক: শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এক্সেলেন্সের জন্য স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্র্যাক কুমন-এর সিগনেচার ইনিশিয়েটিভ অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল (এএসএইচআর) প্রোগ্রাম ২০২৫।

আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) পূর্বাচল ক্লাবে সকাল ৯টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। প্রোগ্রামের ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে থাকবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি.।

প্রোগ্রামে থাকবে বিভিন্ন ইন্টার‍অ্যাক্টিভ অ্যাক্টিভিটিজ, সায়েন্টিফিক শো-কেস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আগত সবার জন্য উপভোগ্য, একইসাথে শিক্ষণীয় হবে। প্রোগ্রামের মূল আকর্ষণ হিসেবে কুমন শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্র্যাক কুমন-এর পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ; এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস প্রমুখ।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি ফাইন্যান্স সবসময়ই তরুণদের ক্ষমতায়নে এবং শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যাক কুমন এএসএইচআর প্রোগ্রাম ২০২৫ এর অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাকাডেমিক এক্সেলেন্সের যথাযথ স্বীকৃতি এবং ফিউচার লিডারদের প্রস্তুত করার আইপিডিসি’র চেষ্টা ও প্রতিশ্রুতি প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।”

এই প্রোগ্রামের মূল লক্ষ্য শিক্ষা, উদ্ভাবন এবং অর্জনগুলোকে যথাযথভাবে তুলে ধরা, যা তরুণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ব্র্যাক কুমন ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র প্রচেষ্টাকে তরান্বিত করবে।