পাহাড়তলীতে বাজারের ব্যাগে এলজি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

Posted on February 20, 2025

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ (এলজি) এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই মুজিবুর রহমান, এএসআই বেলালসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার হাজী ক্যাম্প এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাজারের ব্যাগ তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি দোনলা বন্দুক উদ্ধার করা হয় এবং মো. বেলাল হোসেন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বেলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার ৩ নম্বর সমাজে বসবাস করতেন।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, গ্রেপ্তারকৃত বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।