আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪১৬তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত

Posted on February 19, 2025

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৬তম সভা বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পরিচালক মৃধা নবী হোসেন, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও সহকারী পরিচালক হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।