আইসিএমএবি ও এইচআর প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Posted on February 19, 2025

কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ১৬ ফেব্রুয়ারি ঢাকার লেকশোর গ্র্যান্ড হোটেলে "আইসিএমএবি এইচআর মিট" আয়োজন করে।

আইসিএমএবি সদস্যদের পেশাগত উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্যে অনুষ্ঠানে এইচআর প্রতিষ্ঠান গ্রো এন এক্সেল এবং রেনাও এক্সিকিউটিভ সার্চ লিমিটেড-এর সাথে আইসিএমএবি’র সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

আইসিএমএবি-এর পক্ষে পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম তালুকদার এফসিএমএ, গ্রো এন এক্সেল-এর পক্ষে সিইও জনাব এম. জুলফিকার হোসাইন এবং রেনাও এক্সিকিউটিভ সার্চ লিমিটেড-এর পক্ষে নির্বাহী পরিচালক জনাব রেজা আলী মাহমুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় সদস্যদের সফট স্কিল উন্নয়নসহ নেতৃত্ব বিকাশে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠান দক্ষ পেশাদার হিসাববিদ তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আইসিএমএবি-কে সর্বত্র প্রচার করবে।