মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Posted on February 19, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দিত্বীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর২৪’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫০.১১ টাকা যা ২০২৩ সালে ছিল ৪০.৮৬ টাকা, ২০২২ সালে ছিল ২৯.২৫ টাকা, ২০২১ সালে ছিল ২৬.০৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৮.৪৫ টাকা।

কোম্পানির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২৩৪.১২ টাকা যা ২০২৩ সালে ছিল ২০০.০১ টাকা, ২০২২ সালে ছিল ১৭৪.১৫ টাকা, ২০২১ সালে ছিল ১৫৯.৯০ টাকা ও ২০২০ সালে ছিল ১৪৮.২১ টাকা।