![]() |

কর্পোরেট ডেস্ক: গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ‘ব্যবসা উন্নয়ন সভা’ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পৃক্ত বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নির্ধারণে সভায় বিশদ আলোচনা করা হয়। এসময় আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন, খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহের উপর আলোকপাত করা হয়। তাছাড়া শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আকতার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘ব্যবসা উন্নয়ন সভা’ অনুষ্ঠিত https://corporatesangbad.com/503297/ |