![]() |

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত বিজনেস মেন্টর ড্যান লকের প্রতিষ্ঠিত ড্রাগন এক্স (DragonX Capital)-এ অ্যাডভাইজরি বোর্ড মেম্বার ও পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন ও বাংলাদেশের ১ম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস ট্রেইনার ও অন্যতম সেরা বিজনেস মেন্টর কোচ কাঞ্চন।
ড্রাগন এক্স ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাউন্ডব্রেকিং স্টার্টআপ এবং আগামীর ইউনিকর্ন গড়ে তুলতে যৌথভাবে কাজ করবেন কোচ কাঞ্চন।
ড্রাগন এক্স ইতোমধ্যে অসংখ্য ইনোভেটিভ স্টার্টআপে বিনিয়োগ করেছে, যা বিশ্বজুড়ে উদ্যোক্তাদের সফলতার নতুন দুয়ার খুলে দিয়েছে। এখন কোচ কাঞ্চনের মেন্টরিংয়েও থাকবে বেশ কিছু আন্তর্জাতিক স্টার্টাপ, যা তার লার্নিং জার্নি ও অভিজ্ঞতাকে ঋদ্ধ করবে। আর এই লার্নিং বাংলাদেশী উদ্যোক্তাদের মাখে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর কোচ কাঞ্চন।
কোচ কাঞ্চনের এই আন্তর্জাতিক এ অর্জন দেশী উদ্যোক্তা, তার সকল মেন্টি ও ব্রেভ (BRAVE) মেম্বারদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করল। এখন সবাইকে আরও অসাধারণ সহযোগিতা পাবেন।
কোচ কাঞ্চনের মিশন বাংলাদেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরি করা। আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্লার্টফর্মে যুক্ত হওয়ায় তার মিশনকে আরও দারুণভাবে সফল করবে।
নতুন সম্ভাবনা, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এবং উদ্যোক্তাদের গাইড করার এই যাত্রায় কোচ কাঞ্চনের সাথেই থাকুন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ভেঞ্চার ক্যাপিটাল জগতে অফিশিয়ালি যাত্রা শুরু করল কোচ কাঞ্চন https://corporatesangbad.com/503261/ |