দেশের দ্রুততম মানব ইসমাইল, দ্রুততম মানবী শিরিন

Posted on February 18, 2025

স্পোর্টস ডেস্ক :সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৪৮তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা।

১০০ মিটারে (পুরুষ) চার বছর পর আবারো দেশের দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১০.৬১ সেকেন্ড। এই নিয়ে পঞ্চমবার পুরুষদের ১শ মিটার স্প্রিন্টে প্রথম হন ইসমাইল।

টানা ১৬তম বারের মত দ্রুততম মানবী হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। ১শ মিটার দৌড় শেষ করতে তার সময় লেগেছে ১২.০১ সেকেন্ড।

পুরুষদের শটপুট ইভেন্টে ১৫.৫০ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনী গোলাম সরোয়ার। এর মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। গত বছর ১৪.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন সরোয়ার।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮টি ইভেন্ট। এবারের প্রতিযোগিতায় পুরুষ ৩৩৮জন এবং মহিলা ১০৭জন এ্যাথলেট অংশ নিচ্ছেন।

এর আগে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

সারাদেশের ২৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি শারিরীক শিক্ষা কলেজ, সামরিক, বেসামরিক ও অন্যান্য ৯টি সংস্থাসহ মোট ৪১টি সংস্থার ৪৪৫জন এ্যাথলেট দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করছে।