![]() |

কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) রবিবার সন্ধ্যায় ঢাকার লেকশোর গ্র্যান্ড হোটেলে এইচআর প্রফেশনালদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। এতে ১৫০ জনের বেশি এইচআর প্রফেশনাল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ উপস্থিত ছিলেন। তিনি বলেন, "দক্ষ পেশাজীবী তৈরিতে আইসিএমএবি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু করেছে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং সংস্থার সদস্য হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসগণ পেশাদার নীতি ও আচরণ বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, সেক্রেটারি হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ, প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান রুমি তারেক মওদুদ এফসিএমএ এবং ভাইস চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান এফসিএমএ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইসিএমএবির এইচআর প্রফেশনালদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/503127/ |