সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার পাড়ে জেগে ওঠা নতুন চর থেকে হিমালয়ান শকুন উদ্ধার করেছে স্থানীয় কয়েকজন যুবক। পরে বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারী) জেলা রেসকিউ টিমের সদস্যরা শকুনটি উদ্ধার। এর আগে ১২ ফেব্রুয়ারী যুবকদেও হাতে ধরা পরে শকুনটি।
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রাম সংলগ্ন পদ্মারপাড়ের চরে অসুস্থ শকুনটিকে দেখতে পায় দড়িকান্দি গ্রামের রাজিব,সাইফুল, বাবুসহ কয়েকজন যুবক। পরে স্থানীয় সাংবাদিক আবিদ হাসান শকুনের ছবি ফেসবুকে শেয়ার করেন। একই সময়ে পরিবেশ বিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল জেলা বন বিভাগ ও বিভাগীয় বন কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর এক কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। এদিকে অসুস্থ শকুনটিকে চিকিৎসা নিয়ে বিপাকে পরেন উদ্ধারকারীরা। পরে বিষয়টি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লাকে জালালে তিনি তৎক্ষনাৎ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, স্থানীয় একজন ব্যক্তি বুধবার রাতে শকুন উদ্ধারের বিষয়টি জানালে সাথে সাথে প্রাণি সম্পদ দপ্তরে যোগাযোগ করে শকুনটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করিয়েছি। এদিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়েছে এবং খাবার হিসেবে চিকেন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.জহুরুল ইসলাম।
উদ্ধারকারী দড়িকান্দি গ্রামের রাজিব বলেন, আমরা তিনজন শকুনটি দড়িকান্দি পদ্মারচরে অসুস্থ্য অবস্থায় দেখে উদ্ধার করি।
বন অধিদপ্তরের (অপরাধ দমন) পরিদর্শক নিগার সুলতানা বলেন, শকুনটি হিমালয়ান শকুন। কুয়াশায় দীর্ঘ সময় উড়তে থাকায় ক্লান্ত হয়ে নিচে এসেছে। এই টাইমে ওরা প্রচুর ফ্লাই করে এসে একদম টায়ার্ড হয়ে যায়। উড়তে পারেনি এজন্যই চরে নেমেছে । জেলায় একজন বন কর্মকর্তা রেসকিউ করেছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা বনকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আজ বৃহস্পতিবার ১১ টার দিকে আমরা শকুনটি রেসকিউ করি।