৮৪৮ নেতাকর্মী নিহত: হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

Posted on February 13, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই-আগস্টে অভ্যুত্থানে দেশব্যাপী ৫২৪ নেতাকর্মীসহ ৮৪৮ জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দাখিল করা হয়।

বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ ৫০০ জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনে ৮৪৮ জন নিহতের তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। এরমধ্যে ৫২৪ জন নেতাকর্মী এবং বাকিরা নেতাকর্মীদের আত্মীয়। একইসঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে বিএনপির আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে নেতাকর্মী, সমর্থকদের নির্বিচারে গুলি, নির্যাতন করা হয়। এ ছাড়া ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা চালিয়ে শহীদ করায় বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো রেজিস্ট্রারভুক্ত করা হয়। এসব আসামির বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন।