![]() |

আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রয়ারি) দুপুর ৩টায় সুভলী উত্তর পারা (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল-ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে তারা খেলা করছিল। তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে শিশু ছামিহার মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুজি করে ডুবে থাকা শিশু রবিউলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু https://corporatesangbad.com/502735/ |