![]() |

বিনোদন ডেস্ক : দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গান, ছবি আঁকার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব কনকচাঁপা। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা ভক্ত-শ্রোতাদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় কনকচাঁপা এবার তার নামের বানান নিয়ে ভুল ধরিয়ে দিলেন। এক ফেসবুক পোস্ট তিনি লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ গায়িকা লিখেছেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। অথচ ৮০ ভাগ মানুষ আমার নাম লেখে রোমানা! রুমানা কে রুমানা লেখা কি এতোই কঠিন! ইংরেজিতেও এর তফাত মেলা। rumana, romana তে তফাত আছে না? উকার ওকার এ তফাত আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারিনা।’
প্রসঙ্গত, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে যুক্ত আছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। প্রকাশ করেছেন ৩৫টিরও বেশি একক অ্যালবাম।
কনকচাঁপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নামের বানান ভুল একদম মানতে পারি না: কনকচাঁপা https://corporatesangbad.com/502697/ |