আতিকুলসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Posted on February 11, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে আগামী ১৭ ই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

অন্য পাঁচজন নেতা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

উল্লেখ্য, সকলেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় এজলাসে উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।

গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।