![]() |

সাইফুল ইসলাম তানভীর: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ও ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান "দি প্লাস্টিসিটি"র সৌজন্যে সমাজে পিছিয়ে পড়া উদীয়মান খেলোয়াড়, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য সেক্টরের অসহায় মানুষকে সহযোগিতার ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের ওয়েব সাইট javedomer.com এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের মল্লিক টাওয়ারের "দি বাবলস" রেস্টুরেন্টে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের সার্বিক ব্যবস্থাপনায় ও ক্রিড়া সাংবাদিক সৈয়দ আবিদ সামির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মোঃ ফারুক আহমেদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন-"দি প্লাস্টিসিটি"র ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ হাবিবুল বাশার সুমন, মোঃ আশরাফুল ইসলাম ও সাবেক ক্রিকেটার মোঃ হাসিবুল হোসেন শান্ত, ক্রিড়া সাংবাদিক উৎপল শুভ্র ও মোস্তফা মামুন।
এসময় ওয়েব সাইটের ইনিশিয়েটর জাবেদ ওমর বেলিম বলেন, সমাজে অনেক উদীয়মান ছেলে মেয়ে আছে যারা আর্থিক অসচ্ছলতার কারণে প্রতিভা থাকা সত্ত্বেও ক্রীড়াঙ্গনে তাদের প্রতিভার প্রতিফলন ঘটাতে পারে না। এছাড়াও স্কুল-কলেজে পড়ুয়া অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় লেখাপড়া চালিয়ে যেতে সমস্যায় পড়ে। এমনকি আমাদের চারপাশে অনেক অসহায় ও অসচ্ছল লোকজন আছে যারা অর্থের অভাবে চিকিৎসা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন।javedomer.com এর চেষ্টা থাকবে এ সমস্ত লোকদের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা। এব্যাপারে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
সবশেষ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিমের ওয়েব সাইটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত https://corporatesangbad.com/502363/ |