কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড (সিএআইডিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় গ্রাহকরা এক্সক্লুসিভ ইন্টেরিওর ডিজাইন কনসালটেন্সি সেবা ও এক্সিকিউশনে বিশেষ সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শাহিদুল ইসলাম; হেড অব মর্টগেজ মেহেদী মাহমুদ খান; হেড অব রিটেইল লাইয়াবিলিটি আবদুর রহমান রনি; এবং সিএআইডিএল-এর ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং মো: নাজমুল ইসলাম (তানিম) সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির ফলে আইপিডিসি হোম লোন গ্রাহকরা সিএআইডিএল থেকে ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সেবায় ৩০% ডিসকাউন্ট, ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ ও রাইডের টিকিটে ৫০% ডিসকাউন্ট এবং নির্দিষ্ট কিছু রিসোর্টে ভ্রমনে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়া, সিএআইডিএল-এর ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি গ্রহণ করলে ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে পাঁচটি কমপ্লিমেন্টারি লাঞ্চসহ টিকিট পাবেন। যারা ইন্টেরিয়র এক্সিকিউশন সম্পন্ন করবেন তারা ফ্যান্টাসি ও ফয়’স লেক রিসোর্টে কমপ্লিমেন্টারি খাবারসহ দুই দিন এক রাতের বিলাসবহুল ‘স্যুট স্টে’ উপভোগ করতে পারবেন।
এছাড়া, আইপিডিসি’র সকল কর্মী ও প্রীতি কার্ডহোল্ডাররা ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এবং ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে প্রবেশের টিকিটে ২০% ডিসকাউন্ট এবং রিসোর্টে ১৫% ডিসকাউন্ট পাবেন। এছাড়া, যারা ইন্টেরিয়র এক্সিকিউশন সেবা গ্রহণ করবেন, তারা ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকের জন্য টিকিট এবং দুই দিন, এক রাত রিসোর্টে থাকার সুবর্ণ সুযোগ পাবেন।